ধোনির সাফাই গাইলেন আফ্রিদি

বাংলাদেশের কাছে ভারতের সিরিজ হার দৃষ্টিকটু। আর এমন সিরিজ হারে অনেকের চক্ষুশূল হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আনাচে-কানাচে তাকে নিয়ে চলছে গোপন কানাকানি ও সমালোচনা। বলা যায় সময়টা ভালো যাচ্ছে না ধোনির। এমন সময় ধোনির পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ খান আফ্রিদি। জানিয়েছেন ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান ও রেকর্ড ভোলার নয়।

আফ্রিদি বলেন, ‘বাংলাদেশের কাছে সিরিজ হারের পর ধোনির সঙ্গে যেভাবে ব্যবহার করা হচ্ছে তাতে সত্যিই আমি ব্যথিত হচ্ছি। আমি মনে করি এটা সম্পূর্ণ উপমহাদেশীয় একটা রীতি। যেখানে একটি হারের পর আমাদের হিরোদেরও রেহাই দেওয়া হয় না। সত্য ঘটনা তুলে না ধরার জন্য এখানে মিডিয়াও অনেকাংশে দায়ি।’

তিনি আরো বলেন, ‘আমি বলব না যে একজন অধিনায়কের বর্তমান পারফরম্যান্সের মূল্যায়ন করা যাবে না। তার সমালোচনা করুন। কিন্তু সমালোচনা করার সময় পৃথিবীকে তার অতীতটাও জানতে দিন। যখন আপনি ধোনিকে নিয়ে লিখবেন তখন সমাপ্তি টানার আগে ধোনির রেকর্ডের দিকেও একটু চোখ রাখবেন। সে ভারতের বড় মাপের একজন অধিনায়ক। তার রেকর্ডই তার পক্ষে কথা বলে। ধোনি এমন একটি দল গঠন করেছে যা ভারতের ভবিষ্যতেও কাজে লাগবে। তাদের ব্যাটিং লাইনআপে অনেক যোগ্যতা সম্পন্ন ও মেধাবী ক্রিকেটার রয়েছে।’



মন্তব্য চালু নেই