ধামরাইয়ে ৪ ছিনতাইকারিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী
টিপু সুলতান (রবিন) : সাভারের ধামরাইয়ে সূতিপাড়া এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ চার ছিনাতাইকারিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসি। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায় সোমবার রাত সাড়ে আটটারদিকে ধামরাইয়ের ধুলিভিটাস্ত স্নোটেক্স কারখানা থেকে বের হলে কারখানার জুনিয়র এক্সিকিউটিভ আসাদুজ্জামানকে জোড় করে একটি প্রাইভেটকারে তুলে নেয় ছিনতাইকারিরা। এসময় তার কাছ থেকে নগদ টাকা মুঠোফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারিরা।
প্রাইভেটকারটি ধামরাইয়ের সূতিপাড়া এলাকায় পৌছালে আসাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে প্রাইভেটকারসহ চার ছিনতাইকারিকে আটক করে পুলিশে খবর দেয়।
আটককৃতরা আন্ত:জেলা ছিনতাইকারি চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে ধামরাই থানা পুলিশ।
আটককৃতরা হলেন সাভারের লালটেক ও জালেশ্বর এলাকার মো: সিরাজ, মো: মামুন, কায়েদ আলী এবং ময়মনসিংহ ত্রিশালের রাশেদ কবির।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রিজাউল হক জানায়, ছিনতাইকারিদের আটক করে তাদের থানায় নিয়ে আসা হয়েছেও তাদের ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রভেটকার জব্দ করা হয়েছে।আটক কৃতরা সবাই পেশাদার ওতাদের বিরুদ্ধে একাধিক মামরাও রয়েছে।
এঘটনায় একটি মামলা দায়ের করে জিজ্ঞাসা বাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য চালু নেই