ধামরাইয়ে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৮
ধামরাইয়ে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের বেতন-ভাতা না দিয়েই কালামপুর মনি স্যুয়েটারল্যান্ড নামে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার সকাল থেকে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
এ সময় শ্রমিকরা গার্মেন্টের পিএম সায়েম হোসেনকে পিটিয়ে আহত করে। এতে বাধা দিতে গেলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এতে পুলিশসহ ১৮ জনেত মতো আহত হয়।
মন্তব্য চালু নেই