ধানমন্ডিতে লিফট ছিড়ে গাড়ি চালকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডি এলাকার ২৮ নম্বর সড়কের একটি বাসার লিফট ছিড়ে নুরু মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বহুতল ভবনের ওপর থেকে নামার সময় লিফট ছিড়ে নিচে পড়ে যায়।

শনিবার সাড়ে তিনটার দিকে ধানমন্ডি ২৮ নম্বর সড়কের (পুরাতন ১৫ নম্বর কবি ভবন সড়ক) একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুমন জানান, কবি ভবন সড়কের ওয়েস্টার্লিন নামের ভবনের ৬ তলা থেকে লিফটে করে নিচে নামছিলেন নুরু মিয়া। হঠাৎ করে প্রচণ্ড শব্দ করে লিফটি নিচে পড়ে যায়। এসময় নুরু মিয়া চিৎকার করেন। পরে লিফট খুলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুমন আরো জানান, নুরু মিয়া ওই ভবনের এক ব্যক্তির প্রাইভেট কার চালাতেন।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হেলাল উদ্দিন জানান, লিফট ছিড়ে নুরু মিয়ার মৃত্যু হওয়ার খবর পেয়েছেন তিনি। কি কারণে লিফট ছিড়ে গেলো তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হবে।



মন্তব্য চালু নেই