ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন, বৃদ্ধা নিহত
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2016/02/dhanmondi_101265.jpg)
রাজধানীর ধানমণ্ডির একটি বহুতল ভবনে আগুন লাগার পর ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মন্নুজান নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
জানা গেছে, শনিবার রাত দেড়টার দিকে পশ্চিম ধানমন্ডির ৮/এ সড়কের ১২ তলা ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানান, নিচতলায় আগুন লাগার পরপরই বিভিন্ন তলা থেকে অর্ধশতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু অষ্টম তলায় মুন্নুজান বেগম নামের এক বৃদ্ধা ধোঁয়ায় অচেতন হয়ে পড়ায় সেখানেই আটকে থাকেন।
দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোররাতে তাকে মৃত ঘোষণা করেন।
ভবনের বৈদ্যুতিক সংযোগের তারের ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের লোকজন।
মন্তব্য চালু নেই