ধর্ষণের শিকার সেই শিশুটি এখন মানুষ দেখলেই ভয়ে আঁতকে উঠছে
‘ধর্ষিতা শিশুটির গোপনাঙ্গের হাড় পর্যন্ত ক্ষত হয়েছে’
দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণের শিকার শিশুটির ক্ষত গোপনাঙ্গের হাড় পর্যন্ত পৌঁছেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিশুটি গতকালের (২৬ অক্টোবর) থেকে আজকে (২৭ অক্টোবর) অনেকটা ভাল আছে এবং আশঙ্কামুক্ত রয়েছে। তবে শিশুটি মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তার গায়ে হাত দিলে সে আঁতকে উঠছে এবং ব্যাথা অনুভব করছে।
তিনি বলেন, শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলে ১-২ মাসের মধ্যে অস্ত্রোপচার করা হবে। এখন তার হাই-অ্যান্টোবায়োটিক ও হাই-প্রোটিন ডায়েট চলছে এবং চলতে থাকবে।
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সব ধরণের খরচ বহন করা হবে।
তিনি আরও জানান, শিশুটির ধর্ষককে আটক করা হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে।
শিশুটিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাইফলুকে গ্রেফতার করেছে পার্বতীপুর থানার পুলিশ।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর জমিরহাট তকেয়াপাড়া গ্রামের বাড়ির পাশে খেলা করছিল পাঁচ বছরের শিশুটি।
এ সময় তার জেঠা বলে পরিচিত সাইফুল (৩৮) চকলেট ও সন্দেশের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে।
পরদিন ভোরে বাড়ির পাশে হলুদক্ষেতে অচেতন অবস্থায় শিশুটিকে পাওয়া যায় বলে জানান তার বাবা।
মন্তব্য চালু নেই