ধর্ষণের রঙ্গমঞ্চে বাংলাদেশ সভ্য নয় : মেনন

নারীর প্রতি সহিংসতা রোধে ‘যথাযথ পদক্ষেপ’ নেওয়া হয়নি মন্তব্য করে সরকারের কঠোর সমালোচনা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেছেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ধর্ষণের রঙ্গমঞ্চ হয়ে দাঁড়িয়েছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, এ ধরনের একটি স্পর্শকাতর বিষয়ে আমরা সঠিকভাবে ব্যবস্থা নিতে পারিনি।”

বৃহস্পতিবার সংসদে বাজেট প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় এ মন্তব্য করেন আওয়ামী লীগের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন।

গত কয়েক মাসে বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন হয়রানি, একটি স্কুলে এক শিশুকে যৌন নিপীড়ন এবং ঢাকায় চলন্ত মাইক্রোবাসে, গাজীপুরে নৌকায় দুই কর্মজীবী নারীসহ বেশ কয়েকটি দলগত ধর্ষণের ঘটনা এবং পুলিশের ভূমিকা নিয়ে সরকারের সমালোচনার মধ্যেই মেননের এ বক্তব্য এল।

তিনি বলেন, “আমি আমাদের দেশের নারীর ক্ষমতায়নের কথা বলি; এবং গর্ব করে বলি এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু যে দেশের নারীরা রাত-বিরেতে তাদের চলাচলের ক্ষেত্রে নিরাপদ বোধ করতে পরে না এবং তাদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত থাকে, সেদেশকে সভ্য দেশ বলে গণ্য করা যায় না।”



মন্তব্য চালু নেই