ধর্ষণের ভিডিও ফেসবুকে লাইভ সম্প্রচার!

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কিশোরী ধর্ষণের ঘটনা সরাসরি সম্প্রচার করা হয়েছে। ধর্ষণ ও সম্প্রচারের ঘটনায় জড়িত অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে।

গ্রেপ্তার হওয়া কিশোরের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ ও শিশু পর্নোগ্রাফি তৈরির অভিযোগ আনা হয়েছে। বিবিসির রোববারের (২ এপ্রিল) অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যের এ ঘটনায় গ্রেপ্তার কিশোরের নাম প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, এক কিশোরীকে গত মাসে পাঁচ-ছয়জন কিশোর ধর্ষণ করে। সেই মুহূর্তের ভিডিও চিত্র তারা ফেসবুকে সরাসরি সম্প্রচার করে। সে সময় ফেসবুকের প্রায় ৪০ জন ব্যবহারকারী ওই দৃশ্য দেখলেও কেউই পুলিশে খবর দেয়নি।

নির্যাতনের শিকার কিশোরীর এক আত্মীয় রেজিনাল্ড কিং বলেন, যারা ওই ভিডিও চিত্রটি দেখেছেন, তারা তো প্রাপ্তবয়স্ক। তাদের কেউই কি বলতে পারলেন না, এ ব্যাপারে কাউকে জানানো উচিত?’

প্রতিবেদনে আরো বলা হয়, গত ১৯ মার্চ ওই কিশোরী তার পরিবারের সদস্যদের সঙ্গে গির্জায় গিয়েছিল। তারপর থেকে সে নিখোঁজ। নির্যাতনের দৃশ্য ফেসবুকে সরাসরি সম্প্রচার হওয়ার পর ২১ মার্চ ওই কিশোরীর খোঁজ মেলে।

এ ব্যাপারে ফেসবুকের একজন মুখপাত্র বলেন, এটা একটা ভয়ানক অপরাধ। আমরা এ ধরনের ভিডিও চিত্র ফেসবুকে রাখার অনুমতি দিই না। ফেসবুকে মানুষকে নিরাপদ রাখতে আমরা দায়িত্ব নিয়েই কাজ করি। যৌন নির্যাতনের দৃশ্য আমরা মুছে ফেলি।

এর আগেও চলতি বছরের জানুয়ারিতে শিকাগোতে একইভাবে ফেসবুক লাইভে নির্যাতনের দৃশ্য প্রচার করায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।



মন্তব্য চালু নেই