ধর্মের নামে প্রতারণা, ৮৭ একাউন্ট বন্ধ করেছে ফেসবুক
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ফেসবুকে ধর্মের নামে প্রতারণা বন্ধে গত দেড় বছরে ১৯৬টি অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। এর মধ্যে তারা ৮৭টি একাউন্ট বন্ধ করেছে।
শনিবার সংসদে আমিনা আহমদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শওকত চৌধুরীর করা অপর প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ২০১৫-১৬ অর্থবছরে ডাক বিভাগের আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৭৮ কোটি টাকা। আদায় হয়েছে ৩০১ কোটি টাকা। তবে একই সময়ে ডাক বিভাগের আয়ের পরিমাণ ছিল ২৯৪ কোটি টাকা। ব্যয় হয়েছে ৬৬৫ কোটি টাকা।
মন্তব্য চালু নেই