ধর্মান্তরিত অভিনেতা-অভিনেত্রী

ধর্মেন্দ্র: এই বর্ষীয়ান অভিনেতা গত ৮ ডিসেম্বর ৭৯ তম জন্মদিন সেলিব্রেট করলেন। উনি ১৯৭৯ সালে হেমা মালিনীকে বিয়ে করার জন্য মুসলিম ধর্ম গ্রহণ করেন। কারণ ততদিনে উনি প্রকাশ কউরকে বিয়ে করে ফেলেছেন। ধর্মান্তরিত না হলে‚ প্রথম স্ত্রীর বর্তমানে দ্বিতীয় বিয়ে করতে পারতেন না।

শর্মিলা ঠাকুর: শর্মিলা ঠাকুর মুসলিম ধর্মে দীক্ষিত হন এবং তার নতুন নাম হয় বেগম আয়েশা সুলতানা। উনি নবাব মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হন।

অমৃতা সিং: এই অভিনেত্রীও শ্বাশুড়ি শর্মিলা ঠাকুরের মতই ধর্ম পরিবর্তন করেন সাইফ আলি খানকে বিয়ে করার জন্য।

নার্গিস দত্ত: এই মুসলিম অভিনেত্রী সুনীল দত্ত-কে বিয়ে করার জন্য হিন্দু ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম হয় নির্মলা দত্ত।

আয়েশা টাকিয়া: আয়েশার বাবা হিন্দু এবং মা অ্যাংলো ইন্ডিয়ান। ফারহান আজমিকে বিয়ে করার জন্য আয়েশা ধর্ম পরিবর্তন করেন। তার এবং ফারহান আজমির পুরোপুরি ‘মুসলিম নিকা’ হয়।

এ আর রহমান: তার জন্ম হিন্দু পরিবারে। পরবর্তী কালে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

নাগমা: কাউকে ভালবেসে বা বিয়ে করার জন্য নয়। খ্রিস্টান ধর্মকে ভালোবেসে খ্রিস্টান হয়ে যান উনি।



মন্তব্য চালু নেই