ধর্মবিরোধী লেখা ফৌজদারি অপরাধ : স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মবিরোধী লেখালেখিকে ফৌজদারি অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধর্মবিরোধী লেখালেখি থেকে সংযত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আনসেনসরড ফ্যাক্ট ও ধর্মবিরোধী লেখালেখি ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারী অপরাধ।’

বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে পরিষ্কার বলে দিয়েছি, দেশে কোনো আইএস নেই। কোনো জঙ্গির অস্তিত্ব নেই। দেশ সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে।’

মন্ত্রী আরো বলেন, ‘আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী চক্রও যদি দেশীয় গো্ষ্ঠীর সঙ্গে মিলিত হয়ে কোনো অপরাধ করে, তা কঠোর হস্তে দমন করা হবে।’

মন্ত্রী জানান, বৈঠকে জুলহাস ও তনয় হত্যাকাণ্ডের বিষয়ে তার মনোভাব জানিয়েছেন নিশা দেশাই বিসওয়াল। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়েছে।



মন্তব্য চালু নেই