ধর্মঘট ডেকে লাপাত্তা পরিবহণ শ্রমিক নেতারা

দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকাল থেকে পরিবহণ ধর্মঘটের ডাক দিয়ে লাপাত্তা শ্রমিক নেতারা।

বৃহস্পতিবার রাতে ধর্মঘটের ডাক দিলেও শুক্রবার সকাল থেকে রাজশাহী থেকে বিভিন্ন রুটে যান চলাচল স্বাভাবিকভাবে রয়েছে।

বৃহস্পতিবার রাতে পাঁচ পরিবহণ শ্রমিককে আটকের প্রতিবাদে রাজশাহী থেকে সব রুটে সে সময় থেকে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিক নেতারা। ওই সময় তারা বোয়ালিয়া থানার দুই উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন ও উত্তমকে প্রত্যাহার না করা পর্যন্ত শুক্রবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন।

তবে শুক্রবার ভোর থেকে কোনো ধরনের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা ছাড়াই আবারো রাজশাহী থেকে সব রুটে যান চলাচল শুরু হয়।

এ বিষয়ে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ জানান, শুক্রবার ভোর থেকে রাজশাহী থেকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। তবে গভীর রাতে ইউনিয়নের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেয়, শুক্রবার দিনের যে কোনো সময় সংবাদ সম্মেলন করে কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।



মন্তব্য চালু নেই