ধর্মঘটের সমর্থনে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের পূর্বঘোষিত ধর্মঘটের সমর্থনে এ কর্মসূচি পালন করেন তারা।

রোববার সকাল সাড়ে আটটায় হাতিরপুল বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাটাবনে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রলের নেতাকর্মীরা তারেক রহমানে বিরুদ্ধে সাজা প্রত্যাহার করতে নানা স্লােগান দেন।

ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক বাসার সিদ্দিকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে সিনিয়র সহ-সভাপতি তানভীর রেজা রুবেল, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সহ-সভাপতি নজরুল ইসলাম নাহিদ, মো. আলমগীর কবির, আতাহার খান শাহীন, যুগ্ম সম্পাদক এম. এম মহিন উদ্দিন রাজু, মুন্সি আনিসুর রহমান শামীম ইকবাল হোসেন শ্যামল, জোবায়ের আল মাহামুদ রিজভী, ঝলক মিয়া, শেখ আল ফয়সাল, আব্দুল্লাহ আল মাসুদ, আরিফুল হক আরিফ প্রমুখ অংশ নেন।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, জহিরুল ইসলাম পাটোয়ারী দিপু, সহ-সাংগঠনিক সম্পাদক জাকিউল ইসলাম শাহীন, সোহেল সরকার, আসিফ মোস্তফা, প্রচার সম্পাদক আক্তার হোসেন, দফতর সম্পাদক এস এম ইসামন্তাজ ইজাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ধর্মঘটের সমর্থনে ঢাবি ক্যাম্পাসের কয়েকটি ভবনে তালা দেন ছাত্রদল নেতাকর্মীরা।

ছাত্রদল ঢাবি শাখার সাধারণ সম্পাদক বাসার সিদ্দিকী বলেন, ছাত্রদলের ধর্মঘট প্রতিহত করতে গতরাত থেকে ছাত্রলীগ ক্যাম্পাসে অস্ত্র নিয়ে অবস্থান করছে। তাই ক্যাম্পাসের পাশেই ধর্মঘটের সমর্থনে কর্মসূচি পালন করেছি।



মন্তব্য চালু নেই