ধর্মঘটের সঙ্গে শাজাহান খানের সম্পর্ক নেই

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, ‘তিনি একজন শ্রমিক নেতা। নৌ-পরিবহন শ্রমিকদের নেতা হওয়ার কারণে তার বাসায় বৈঠক হতেই পারে। তবে ধর্মঘটের ডাক দেয়ার সিদ্ধান্তের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’

শুক্রবার দুপুরে তেজগাঁও আদর্শ হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গেল মঙ্গলবার ও বুধবার দেশব্যাপী কর্মবিরতি পালন করেন পরিবহন শ্রমিকরা। মন্ত্রী শাজাহানের খানের সঙ্গে এ ধর্মঘটের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।

বুধবার দুপুরে মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে শাজাহান খানের বৈঠকের পরই পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত আসে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ধর্মঘটের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। বরং তার নির্দেশেই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে ২৪ আসামি নিয়ে একটি প্রিজন ভ্যান উল্টে যাওয়ার ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, নাশকতার অংশ হিসেবে কিংবা কোনো ধরনের অপচেষ্টার অংশ হিসেবে আসামি বহনকারী প্রিজনভ্যান উল্টে গেছে কি না তা তদন্ত করে দেখা হবে।



মন্তব্য চালু নেই