দ্রুত নিয়োগের দাবীতে সাতক্ষীরায় প্যানেল শিক্ষকদের মানববন্ধন
আব্দুর রহমান, সাতক্ষীরা : উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে রায়প্রাপ্ত সকল প্যানেল শিক্ষকদের দ্রুত নিয়োগের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরার নিয়োগ বঞ্চিত প্যানেল শিক্ষকবৃন্দ। সোমবার (১৮ জুলাই) বেলা ১১টায় জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফ হোসেনের হাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এসময় সাতক্ষীরা জেলার নিয়োগ বঞ্চিত প্যানেল শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ হামিদুর রহমান, শাহিনা খাতুন, মোঃ মারুফ হোসেন, শিরিনা আক্তার, হরষিত মন্ডল, মিনারা পারভীন, শাহিনুর রহমান, নাজমা পারভীন, বাসুদেব ঘোষ, রেহেনা পারভীন, মোঃ রুহুল হক, মনিরা খাতুন, মোঃ মহিদুল ইসলাম, অর্চনা রাণী নাথ,পুর্ণিমা রাণী ঘোষ, স্বপন কুমার চৌধুরী, নেতৃজিৎ মন্ডল, সালমা খাতুন প্রমুখ।
এসময় বক্তরা দাবি করেন, মহামান্য আদালতের রায় বাস্তবায়ন করে রিটকারীসহ সকল প্যানেল শিক্ষকদের শূণ্য পদে সবার নিয়োগ বাস্তবায়ন করার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ ও আইন মন্ত্রণালয়ের মাতমতের ভিত্তিতে গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মিটিংএ সকল প্যানেল শিক্ষকদের নিয়োগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া স্বত্বেও সাতক্ষীরা জেলায় ৫৮৬জন প্যানেল শিক্ষক নিয়োগ বঞ্চিত রয়েছে। মানববন্ধনে সাতক্ষীরা জেলার এ সকল শিক্ষকদের দ্রুত নিয়োগের দাবী জানান বক্তারা। এ মানববন্ধনে শতাধিক প্যানেল শিক্ষক এ মানববন্ধনে অংশ নেন।
মন্তব্য চালু নেই