দ্বিতীয় দিনে ৮ স্পটে খাবার বিতরণ করবেন খালেদা

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ (মঙ্গলবার) রাজধানীর আটটি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টায় খিলগাঁও জোড়পুকুর মাঠে দুস্থদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করবেন খালেদা জিয়া। এরপর পর্যায়ক্রমে মাদারটেকের আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়, মতিঝিলের অভিসার সিনেমা হল, গেন্ডারিয়া কাঠের পুল, দয়াগঞ্জ মোড় (যাত্রাবাড়ি), ধোলাইপাড় বাসস্ট্যান্ড, আলম মার্কেট জুরাইন এবং শ্যামপুর ঈদগাহ মাঠে (লাল মসজিদ) খাবার বিতরণ করবেন তিনি।

গতকাল সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি মাঠ থেকে খাবার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন খালেদা জিয়া। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে রাজধানীর ত্রিশটি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি। এরপর বাংলা মোটর এলাকায় খাবার বিতরণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ করেন বেগম জিয়া।

এদিকে, আগামীকাল (বুধবার) বেলা ১১টায় মহাখালীর ওয়ারলেস গেইট থেকে তৃতীয় দিনের খাবার বিতরণের কর্মসূচি শুরু করবেন বিএনপির চেয়ারপারসন।



মন্তব্য চালু নেই