দ্বিতীয় দিনে বাংলাদেশি বোলারদের মোকাবিলা করাই বড় চ্যালেঞ্জ

আগের দিন ৫০ রানে তিন উইকেট হারনো ইংল্যান্ডের সামনে আজকে চ্যালেঞ্জ থাকছে বাংলাদেশের স্পিন আক্রমণের বিপক্ষে কতটা প্রভাব বিস্তার করতে পারেন। চট্টগ্রামে ইংলিশদের ২০ উইকেটের মধ্যে ১৯টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা।

ইংলিশদের আউট হওয়া গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নিয়েছেন মিরাজ ও সাকিব। তাইতো সাকিব-মিরাজ-শুভাগতর বিপক্ষে খেলতে আজ চরম পরীক্ষা দিতে হবে অতিথিদের। মূল পরীক্ষা মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড একটু আগেভাগেই মিরপুরে এসেছেন। অন্যসময় মূল মাঠে ওয়ার্মআপ করলে। আজ একাডেমির চারটি উইকেটে স্পিন আক্রমণের বিপক্ষে অনুশীলন করছেন তারা। হয়তো মিরাজ-সাকিবদের খেলার আগে নিজেদের একটু ঝালিয়ে নিচ্ছেন জো রুট-স্টোকস-বেয়ারস্টোরা।

শনিবার দ্বিতীয় দিনের ম্যাচটি আধাঘণ্টা আগে শুরু হচ্ছে। শুক্রবার বৃষ্টি বাধায় পুরো ৯০ ওভার খেলা মাঠে না গড়ালে ম্যাচ অফিসিয়ালরা ম্যাচটি সাড়ে ৯টায় এগিয়ে আনে।

প্রসঙ্গত, টসে জিতে বাংলাদেশ আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ ২২০ রান সংগ্রহ করে। জবাবে প্রথম ইনিংসে খেলতে নেমে ইংল্যান্ড বৃষ্টি নামার আগে ১২.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করে। জো রুট ১৫ এবং মঈন আলী ২ রান নিয়ে ব্যাটিং করছেন।



মন্তব্য চালু নেই