ইমরুল-রিয়াদে এগোচ্ছে বাংলাদেশ

ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ঝড়ের আভাস দিয়ে ফিরে গেছেন তামিম ইকবাল। তারপর ব্যক্তিগত মাত্র ১ রানে ফেরেন মুমিনুল হকও।

তবে শেষ বিকেলে দুই উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেছেন ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সংক্ষিপ্ত স্কোর: ২৯ ওভার শেষে বাংলাদেশ ১৪৯/২। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১২৫ রানের।

ব্যাট করছেন ইমরুল কায়েস (৫৮) ও মাহমুদউল্লাহ (৪২)। ফিরে গেছেন মুমিনুল হক (১), তামিম ইকবাল (৪০)।

২৪ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট নেমে শুরুটা ভালোই করেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রথম ১০ ওভার থেকে দুজন তোলেন ৫৬ রান। ১৩তম ওভারে তামিমকে ফিরিয়ে ৬৫ রানের জুটি ভাঙেন অভিষিক্ত জাফর আনসারি। তার বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম (৪৭ বলে ৪০)।

তামিমের বিদায়ের পর প্রথম ইনিংসে ফিফটি করা মুমিনুল হক ফেরেন মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই। বেন স্টোকসের বলে স্লিপে সহজ ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটসম্যান (১)। বাংলাদেশের স্কোর তখন ২ উইকেটে ৬৬।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ২২০ রানের জবাবে ২৪৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। ফলে ইংল্যান্ড লিড পায় ২৪ রানের।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৬৩.৫ ওভারে ২২০ (তামিম ১০৪, মুমিনুল ৬৬, মাহমুদউল্লাহ ১৩, সাকিব ১০; মঈন ৫/৫৭, ওকস ৩/৩০, স্টোকস ২/১৩ )।

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৮১.৩ ওভারে ২৪৪ (রুট ৫৬, ওকস ৪৬, রশিদ ৪৪*; মিরাজ ৬/৮২, তাইজুল ৩/৬৫, সাকিব ১/৪১)।



মন্তব্য চালু নেই