দ্বিগুণ হলো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিচারপতি, উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্যদের বেতনভাতা বাড়ানো সংক্রান্ত নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় সংসদে আইন আকারে পাস হলে এবং রাষ্ট্রপতির অনুমোদন পেলে এই বেতনভাতা কার্যকর হবে।
আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভুঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
নতুন বেতন কাঠামোয় রাষ্ট্রপতির বেতন ৬১ হাজার ২০০ থেকে বেড়ে এক লাখ ২০ হাজার এবং প্রধানমন্ত্রীর বেতন ৫৮ হাজার ৬০০ টাকা থেকে বেড়ে এক লাখ ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তাদের বেতন বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ।
অনুমোদিত কাঠামো অনুযায়ী স্পিকার পাবেন এক লাখ ১২ হাজার টাকা, প্রধান বিচারপতি পাবেন এক লাখ ১০ হাজার টাকা, মন্ত্রীরা পাবেন এক লাখ পাঁচ হাজার টাকা, হাইকোর্টের বিচারপতিরা পাবেন ৯৫ হাজার টাকা, প্রতিমন্ত্রীরা ৯২ হাজার টাকা, উপমন্ত্রীরা ৮৬ হাজার ৫০০ টাকা ও সংসদ সদস্যরা পাবেন ৫৫ হাজার টাকা।
এছাড়া আজকের বৈঠকে মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ ২০১৫ আইন আকারে প্রণয়নের লক্ষে জাতীয় সংসদ সচিবালয়ে প্রেরণের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্তব্য চালু নেই