দৌড়াতে গিয়ে আহত শাহরুখ

চলচ্চিত্রের প্রয়োজনে বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রায়ই দৌড়ের উপর থাকতে হয়। তবে ছবিতেই যদি দৌড়ের দৃশ্য থাকে তাহলে সেটা ভিন্নমাত্রা লাভ করে। ‘ফ্যান’ ছবিতে তেমনি এক দৃশ্যে অভিনয় করতে গিয়ে আবারো আহত হয়েছেন শাহরুখ।
মহেশ শর্মার পরিচালনায় ‘ফ্যান’ ছবিতে অভিনয় করছেন শাহরুখ খান। তার সঙ্গে রয়েছেন নায়িকা ইলিয়ানা ডি ক্রুজ। সম্প্রতি ছবির দৃশ্যধারণকালে সেটেই মারাত্মক ভাবে আহত হয়েছেন শাহরুখ।

‘ফ্যান’ ছবির ইউনিট সূত্রে জানা যায়, ছবিতে চরিত্রের প্রয়োজনে দৌড়ের একটি দৃশ্যে অংশ নিতে হয় শাহরুখ খানকে। এ সময় হঠাৎ করেই পায়ের মাংসপেশিতে চোট পান তিনি।

shahrukh-khanএদিকে চোট পাওয়ার খবরটি নিজেই টুইট করে ভক্তদের জানানোর পাশাপাশি আঘাতিপ্রাপ্ত স্থানের ছবিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশ করেন শাহরুখ। এতে তিনি লিখেছেন, ‘খুব যন্ত্রণা হচ্ছে। ব্যথার ইনজেকশন নিয়েছি কিন্তু এখনও কোন ফল পাইনি’।

উল্লেখ্য, কিছুদিন আগে ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে অভিনয় করতে গিয়ে গুরুত্বর আঘাত পেয়েছিলেন শাহরুখ। সেই যাত্রায় তাকে কয়েকদিন হাসপাতালের বিছানায়ও কাটাতে হয়েছিলো।



মন্তব্য চালু নেই