দেহরক্ষী ঠিক করলেন সালমান

সালমান খান বহু নতুন নায়িকাকে বলিউডে পায়ের নিচে জমি পেতে সাহায্য করেছেন। শোনা যাচ্ছে তিনি আজকাল সুইডিশ মডেল এলি আভ্রামকে খুব সাপোর্ট করছেন। এলি রিয়েলিটি শো ‘বিগ বস ৭’-এ অংশগ্রহণ করেন। সেখানেই তার সঙ্গে সালমানের পরিচয় হয়।

ওই শোয়ের হোস্ট সালমান এলিকে দেখার সঙ্গে সঙ্গে পছন্দ করে ফেলেন। এমনকি সালমান ওই শোতেই অনেকবার এলির প্রশংসা করেছেন। তা থেকেই স্পষ্ট হয়ে যায় এলিকে বেশ পছন্দ করেন সালমান।

বিগ বসের পরে সালমান বেশ কয়েকবার এলিকে বিভিন্ন ভাবে সাহায্য করেছেন। শোনা যায় এলির মুম্বাইতে থাকার জায়গা ছিল না।তাই সালমান তাকে পাঁচ মাস নিজের পানভেলের ফার্ম হাউজে থাকতে দেন।

সালমান নাকি মাঝে মাঝেই এলির খোঁজ নিতে যেতেন। শুধু তাই নয় এলির ওয়ার্ক আউট এবং ডায়েট প্ল্যানও বানিয়ে দিয়েছেন উনি।এমনকি বান্দ্রায় একটা ভাল থাকার জায়গাও খুঁজে দিয়েছেন সালমান তার জন্য। এ নিয়ে বিলিউডে গুজবও কম রটেনি।

সম্প্রতি শোনা যাচ্ছে, সালমান নাকি এলির সুরক্ষার কথা ভেবে তার জন্য দুজন দেহরক্ষীর ব্যবস্থা করে দিয়েছেন।



মন্তব্য চালু নেই