দেশ নিয়ে নতুন খেলা শুরু করেছে বিএনপি

বিএনপি বাংলাদেশকে নিয়ে নতুন খেলা শুরু করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ।

শুক্রবার বিকেলে রামপুরায় মে দিবস উপলক্ষে মোটরচালক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিএনপি একদিকে সমগ্র দেশে নীল নকশা এঁকে আওয়ামী লীগ নেতাদের হত্যার মিশনে নেমেছে অন্যদিকে তাদের পাশে দাঁড়ানোর ভনিতায় মেতেছে। বেগম জিয়াকে বলব, ভনিতা বাদ দেন। যারা চোরাগুপ্তা হামলা চালায় তাদের থামান। না হয় আপনার গুলাশানের বাড়ি শুধু ঘেরাও নয়, উচ্ছেদ করবে।’

গাড়ির চালক হতে কেন এসএসসি পাস লাগবে? প্রশ্ন রেখে তিনি বলেন, ‘নৌ পরিবহণমন্ত্রী শাহজাহান খান বলেছিলেন, এটা-ওটা চিনলেই ড্রাইভার হওয়া যাবে। তার বক্তব্যের অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। আমি তাকে বলেছিলাম, আপনি এটা না বলে বলতে পারতেন, সব সাবজেক্টে ফেল করে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া যায়। তাহলে ড্রাইভার হতে কেন মেট্রিক পাস হওয়া লাগবে?’

আওয়ামী মোটরচালক লীগ রামপুরা থানা সভাপতি রিপন হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মোটরচালক লীগের কেন্দ্রীয় সভাপতি আলী হোসেন, সংগঠনিক সম্পাদক আলী আকবর প্রমুখ।



মন্তব্য চালু নেই