দেশে মৃদু ভূমিকম্প হয়ে গেল ১২ টা ১৫ মিনিটে

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের ঝাঁকুনি বেশিক্ষণ দীর্ঘ হয়নি। তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবরও জানা যায়নি। ইউএসজিএস রিপোর্ট অনুযায়ী ৫.৬ মাত্রার এ ভূমিকম্পের উতপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের খোয়াই নামক স্থান। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটে জেলায় ৩ সেকেন্ডের মত কম্পন অনুভূত হয়েছে।

এছাড়া তাৎক্ষণিকভাবে সিলেট, ফেনী ও রাঙ্গামাটি থেকে ভূকম্পন অনুভূত হওয়ার কথা অনেকেই ফোনে জানিয়েছেন। আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের মাত্রা কিছুক্ষণ পরে জানানো যাবে।

ইউএসজিএস রিপোট অনুযায়ী, বাংলাদেশের পাশ্ববর্তী ভারতের মিজোরাম রাজ্যের খোয়াই নামক স্থানে ভূমিকম্পের উতপত্তিস্থল। এতে ভূমিকম্পের মাত্রা বলা হয়েছে ৫.৬।



মন্তব্য চালু নেই