এনডিবি’র সৌদিআরব শাখার আলোচনা সভায় মোমিন মেহেদী :

দেশে-বিদেশে সবজায়গায় নতুনধারা’র পতাকাতলে তরুণরা সমবেত হচ্ছে

নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’র চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী বলেছেন, শুধু দেশেই নয়; বিদেশের মাটিতেও তরুণরা নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’র পতাকাতলে সমবেত হচ্ছে। কেননা, নতুন প্রজন্ম খুব ভালোভাবেই জানে নিজেদের অধিকার আদায়ের জন্য নিরন্তর চেষ্টার কোন বিকল্প নেই। বায়ান্নতে তারুণ্য, একাত্তরেও তারুণ্য বিজয়ী হয়েছিলো-তাদের অধিকার রক্ষা হয়েছিলো। অতএব, একবিংশ শতাব্দীর এই চ্যালেঞ্জপূর্ণ সময়ে আবারো রাজনীতির হাল তরুণদেরকেই ধরতে হবে। নতুনধারা বাংলাদেশ (এনডিবি) সৌদিআরব শাখা গঠন উপলক্ষে এক আলোচনা সভায় টেলিকনফারেন্সে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় নতুনধারা’র চেয়ারম্যান মোমিন মেহেদী আরো বলেন, নতুন প্রজন্মের রাজনীতি শুধুমাত্র স্বাধীনতার পক্ষে থেকে ভোট ও ভাতের অধিকার রক্ষার জন্য।
নতুনধারা বাংলাদেশ (এনডিবি)’র আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ও সৌদিআরব শাখার সন্বয়ক শাখাওয়াত হোসেন চৌধুরী রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম জসিম উদদিন মাল, সুমন মাহমুদ, মাসুদ আহমেদ প্রামাণিক, ইয়াসিন রিপন, সুজন হাওলাদার, রিপন মালত,শাকিল আনোয়ার, আতিকুর রহমান সেলিম,জালাল উদদিন ফারহান, জুয়েল মাঝি, শাহিন মোললা, মোহমমদ ইয়াসিন, রস্তুম আহমেদ, আলমগীর হোসেন, আলী হাসান সুমন, গিয়াস উদদিন, সামিম আহমেদ, সিরাজুল ইসলাম, হারুন হোসেন, সুজন হাওলাদার, চৌধুরী সাহাদাত হোসেন সুমু,  ইকবাল হোসেন সুমন প্রমুখ।



মন্তব্য চালু নেই