দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশীপে সেমিফাইনাল থেকে বিদায় নেয়া বাংলাদেশ দল রোববার নেপাল থেকে দেশে ফিরেছে। বিকেল পাঁচটায় হযরত শাহজালাল (র) বিমানবন্দরে এসে পৌছায় সাইফুল বারী টিটু শিবির।

প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলের আসর বসেছিল নেপালে। যেখানে গ্রুপ পর্বে ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ ২-০ গোলে। তবে নেপালের সঙ্গে হেরেছিল ১-০ গোলে। এরপর সেমিতে ভারতের সঙ্গে টাইব্রেকারে হেরে বিদায় নেয় বাংলাদেশের যুবরা। তবে ফাইনালে ভারত পারেনি। টাইব্রেকার ভাগ্যে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে স্বাগতিক নেপালই।

প্রথমবারের মতো এই আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিলেও বাংলাদেশের জন্য অনেককিছুই প্রাপ্তির আছে বলে মনে করছেন দলের কোচ সাইফুল বারী টিটু। দেশে ফেরার পর তিনি বলেছেন, ‘আমাদের অধিকাংশ খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না। সাফ অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতায় তাদের ম্যাচ টেম্পারমেন্ট সম্পর্কে আমার স্পষ্ট ধারণা হয়েছে। যেটা এএফসি টুর্নামেন্টে অনেক কাজে লাগবে।’

আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে এএফসি অ-১৯ বাছাই পর্বের খেলা। বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ভুটান ও উজবেকিস্তান। এ প্রসঙ্গে ‍টিটু বলেন, ‘শ্রীলঙ্কা সাফ টুর্নামেন্টে অংশ নেয়নি। তাদের প্রস্তুতির ঘাটতি থাকবে। ভুটান উন্নতি করলেও আমরা হোম কন্ডিশনে তাদের সঙ্গে জেতার আশা করি। আর গ্রুপের শেষ ম্যাচ উজবেকিস্তানের সঙ্গে। তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে। চেষ্টা থাকবে ড্র করার।’



মন্তব্য চালু নেই