দেশে ফিরলেন মুস্তাফিজ

ঢাকায় নামার কথা তার রাত সাড়ে ৯টায়। তবে কলকাতা হয়ে ঢাকা আসার কারণে দেরি হলো এক ঘণ্টা। শেষ পর্যন্ত রাত সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামলেন আইপিএলের শিরোপাজয়ী মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজকে অভিনন্দন জানাতে প্রধানমন্ত্রীর তরফ থেকে বিমানবন্দরে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এছাড়া বিমানবন্দরে তার মামা ও মামি উপস্থিত ছিলেন। তার মামা গণমাধ্যমকে জানান, আগামীকাল সকালেই সাতক্ষীরা যাবেন মুস্তাফিজ।

আগেরদিনই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে সানরাইজার্স হায়দারাবাদকে আইপিএল নবম আসরের শিরোপা উপহার দেন মুস্তাফিজুর অ্যান্ড কোং। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েই শিরোপার স্বাদ পেলেন এ নবীন।

মুস্তাফিজ এবারের আসরে ১৬ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ১৭ উইকেট। উইকেট প্রাপ্তির পাশাপাশি আলোচনায় ছিলেন রান দেয়ায় বেশ কিপটেমি করে। তার ইকোনমি রেট ৬.৯০; যা কিনা এবারের আসরে সবচেয়ে কম।

ভোটিংয়ের মাধ্যমে এবার সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচন করা হয়েছে। আর তাতে এককভাবে প্রাধান্য বিস্তার করেই জিতে নেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারটি।

উল্লেখ্য, আইপিএল খেলতে ভারতের বিভিন্ন শহরে মোট ৫৫ দিন কাটানোর পর দেশে ফিরলেন মুস্তাফিজ।



মন্তব্য চালু নেই