দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানে ভারতে সংক্ষিপ্ত সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন।
বুধবার সন্ধ্যা ছয়টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে বিকাল ৩টা ৩৫ মিনিটে (স্থানীয় সময়) ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করে।
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং এবং নয়া দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ ও প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন।
এর আগে আজ সকালে শেখ হাসিনা ভারতের রাজধানীতে পৌঁছান এবং শুভ্রা মুখার্জীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন। পরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বাসায় বৈঠক করেন।
মন্তব্য চালু নেই