দেশে ফিরতে চান সালাহ উদ্দিন

ভারতের শিলংয়ে সিভিল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, তিনি কোনো অপরাধ করেননি। দেশে ফিরতে চান তিনি।

সোমবার দুপুরে হাসপাতালে উপস্থিত গণমাধ্যমকে তিনি বলেন, তিনি এখন খুবই অসুস্থ। তাই দ্রুত পরিবারের কাছে ফিরতে চান।

সালাহ উদ্দিন বলেন, তিনি এমন কোন অপরাধ করেননি যার কারণে তাকে দেশের বাইরে থাকতে হবে।

তিনি জানান, স্বেচ্ছায় নয়, চোখ ও হাত বেঁধে বিভীষিকাময় পরিস্থিতির মধ্য দিয়ে তাকে শিলংয়ে আনা হয়েছিল। ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির কারণে তার দেশে ফেরার ব্যাপারে জটিলতা সৃষ্টি হয়েছে। এতে সহযোগিতা করে সরকার ভালো কাজ করেনি।

তিনি আরো বলেন, ‘আমি কোনো সাজাপ্রাপ্ত আসামি নই বা এমন কোনো অপরাধ করিনি যে কারণে আমার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে হবে।’

এদিকে, গতকাল রাতে কলকাতায় পৌঁছেও এখন পর্যন্ত শিলংয়ে যেতে পারেননি তার স্ত্রী হাসিনা আহমেদ।

দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে নিখোঁজ হওয়ার পর গত ১২ মে মেঘালয়ের শিলংয়ে খোঁজ পাওয়া যায় এই বিএনপি নেতার। অনুপ্রবেশের অভিযোগে সেখানকার পুলিশ তাকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।



মন্তব্য চালু নেই