দেশে জিকা ভাইরাসে আক্রান্ত একজন শনাক্ত

বাংলাদেশে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। চট্টগ্রামে ৬৫ বছর বয়সি এক ব্যক্তিকে জিকা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘জিকা ভাইরাস মোকাবিলায় প্রস্তুতিমূলক সভা’য় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জিকা ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে সুস্থ আছেন এবং পরিবারের সঙ্গে বসবাস করছেন। তার থেকে পরিবারের অন্য কেউ আক্রান্ত হননি।’

মন্ত্রী বলেন, ‘ডেঙ্গু, জিকা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জিকা ভাইরাস মোকাবিলায় সরকার প্রস্তুত। তবে মশা নিয়ন্ত্রণ করতে হবে ও জনগণকে সচেতন থাকতে হবে।’



মন্তব্য চালু নেই