দেশে জঙ্গি আছে বোঝাতেই অভিজিৎ হত্যা : তোফায়েল

দেশে জঙ্গি আছে এটা বোঝাতেই অভিজিৎ রায়ের মতো একজন মুক্তমনা মানুষকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

রাজধানীর সোনারগাঁও হোটেল রবিবার দুপুরে চীনের রাষ্ট্রদূত মা মিঙ কিয়াঙকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরীক বাংলাদেশের সাম্যবাদী দল এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

তোফায়েল আহমেদ বলেন, ‘যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ থেকে জঙ্গি নির্মূলের পথে, তখন অভিজিৎকে হত্যার মাধ্যমে বোঝানো হয়েছে, দেশে জঙ্গি আছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে কোন হরতাল-অবরোধ নেই। সচিবালয় থেকে সোনারগাঁওয়ে আসতে আমাকে জ্যামে আটকে থাকতে হয়েছে। আগে হরতাল মানে ছিল গাড়ি চলবে না, দোকান খুলবে না। এখন হরতালে গাড়ি ও দোকান বেশি চলে।’

শুধুমাত্র আন্তর্জাতিক বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করতেই এই অবরোধ-হরতাল দেওয়া হচ্ছে বলে দাবি করেন সরকারের এ প্রভাবশালী মন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, ‘দেশের ব্যবসা-বাণিজ্য সব কিছুই স্বাভাবিক। বিএনপি-নেতাদের কলকারখানাও ভালো চলছে। এখন আর বাংলাদেশকে কেউ তলাবিহনী ঝুঁড়ি বলে না। বাংলাদেশ এখন উদীয়মান শক্তি।’

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

মা মিঙ কিয়াঙ ২২ জানুয়ারি চীনের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে আসেন। এর আগে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ছিলেন লি ঝুন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল আলম লেনিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য হারুন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মেসবাহ কামাল, জাতীয় পার্টি (জেপি) অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।



মন্তব্য চালু নেই