দেশে আইএস নাই আছে জামায়াতের প্রেতাত্মা
দেশে জঙ্গি সংগঠন আইএস’র অস্তিত্ব অস্বীকার করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘দেশে আইএস নাই আছে যুদ্ধাপরাধী জামায়াতের প্রেতাত্মা।’
শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে উকিল সহকারীদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সভায় তিনি জঙ্গিদের জামিনের পক্ষে ওকালতনামা জমা না দিতে আইনজীবী সহকারীদের প্রতি আহ্বান জানান।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘জঙ্গিদের সাথে যারা আছে তাদের সঙ্গে কোনো ঐক্য নেই। যারা জঙ্গিদের নির্মূলে থাকবে তাদের সাথে ঐক্য হতে হবে।’ সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘দেশে আইএস বলতে কোনো কিছু নেই, আছে জামায়াতের প্রেতাত্মা। যাদের কাজ দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা, তারাই হলি আর্টিসানের ঘটনা ঘটিয়েছে।’
আনিসুল হক বলেন, ‘১৬ কোটি মানুষের দেশে এক-দেড়শ মানুষ কিছু না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে তারা কিছুই করতে পারবে না। আমরা এক থাকলে যারা আমাদের জঙ্গি ছবক দিচ্ছে তারাও বিতাড়িত হবে।’
জঙ্গিদের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘ঐক্যের একটাই শর্ত- যারা জঙ্গিদের সাথে আছে তাদের সঙ্গে ঐক্য করার সুযোগ নেই। যারা জঙ্গিদের নির্মূলে আছে তাদের সাথে ঐক্য হবে। ঐক্যের বিরুদ্ধে সর্বোচ্চ ১ শতাংশ লোক থাকতে পারে। আমরা এক থাকলে তারা কিছু করতে পারবে না।’
আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোহাম্মদ নুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জেডআই খান পান্না প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন।
মন্তব্য চালু নেই