দেশের ৮০ ভাগ সড়ক ভালো : যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি সারাদেশের বিভিন্ন স্থান পরিদর্শন করছি। এতে করে দেশের আশি ভাগ সড়ক ভালো আছে আর মাত্র বিশ ভাগ সড়ক খারাপ রয়েছে।’
সোমবার মগবাজার মোড়ে যানজট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি সাতদিনের টার্গেট নিয়ে রাস্তায় নেমেছি। সাতদিনের সফরে এটা শতভাগ সফল হবে এটা আশা করা যায় না। তবে আগামী বছর চার লেনের সড়কগুলোতে কোনো সমস্যা থাকবে না।’
এসময় প্রকল্প পরিচালক নাজমুল আলমকে দ্রুত এ অবস্থা পরিবর্তনের নির্দেশ দিয়ে চলে যান মন্ত্রী।
তিনি স্বীকার করে বলেন, ‘এখনো এখানে যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছে। এটাকে আরও উন্নত করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘আশুলিয়া এক সময়ে খুব খারাপ স্থান ছিল। এটি এখন খুবই ভালো।’
মন্তব্য চালু নেই