দেশের মানুষকে সবচেয়ে বেশি ভালবাসতেন বঙ্গবন্ধু
বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি ভালবাসতেন বঙ্গবন্ধু। তাই আমরা দুই বোন চিন্তা করে ধানমন্ডির ওই বাড়িটিকে জাদুঘর হিসেবে করেছি এবং মেমোরিয়াল ট্রাস্ট করি।
আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে গণভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ হবে একটি দারিদ্র মুক্ত দেশ, উন্নত দেশ। এটাই চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতি যেন মর্যাদার আসনে যেতে পারে সেটাই আমরা চাই।
এছারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া ছোট্ট শিশুদের অভিভাবকদের উদ্দেশে বলেন। গণভবনে আপনারা আসবেন, কারণ এটাতো জনগণেরই ভবন। এখানেই অফিস করতেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। আজ যারা চিত্র প্রতিযোগিতায় পুরস্কার পেয়ে এখানে এসেছে তাদের আমি অভিনন্দন জানাই। ছোট্ট শিশুদের দোয়া ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানাই।
মন্তব্য চালু নেই