দেশের মাটি থেকে জঙ্গিদের নিশ্চিহ্ন করা হবে
জঙ্গিদের খুঁজে বের করে দেশের মাটি থেকে নিশ্চিহ্ন করা হবে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
শনিবার বেসরকারি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বেনজীর আহমেদ এ মন্তব্য করেন।
র্যাবের ডিজি বলেন, ‘দেশটা আমাদের। সেই দেশটা গুটিকয়েক মানুষ এভাবে ধ্বংস করে দেবে, আর আমরা তামাশা দেখব? অ্যাবসার্ড (অদ্ভুত)। প্রয়োজনে এ দেশের ইঞ্চি ইঞ্চি মাটি খুঁজে এদের বের করে নিশ্চিহ্ন করা হবে।’
‘রাজাকারদের যেমন আমাদের দেশের প্রয়োজন নাই, এ সমস্ত মানুষদেরও আমাদের দেশের প্রয়োজন নাই। উই আর ফাইন উইথদাউট দিস পিপলস (এসব মানুষদের ছাড়া ভালো থাকব)।’
গুলশানে হলি আর্টিজানসহ সারা দেশে জঙ্গি হামলার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী যে পদক্ষেপ নিয়েছিল তা সারা বিশ্বকে অবাক করেছে বলে মন্তব্য করেন বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘সামনের দিনগুলোতেও জঙ্গিবাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম মফিজুল ইসলাম ও রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন আহমেদ।
মন্তব্য চালু নেই