দেশের পোশাক খাতে যে কারণে নতুন উদ্যোক্তা বাড়ছে না
দেশে পোশাক খাতে বড় উদ্যোক্তাদের ব্যবসায় বিনিয়োগ বাড়লেও ব্যবসা শুরুর খরচ বেড়ে যাওয়ায় নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না। এর ফলে এই খাতে কর্মসংস্থানও কমছে।
পোশাক শিল্প উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ বলছে, গত ৩ বছরে তাদের নতুন সদস্য হয়েছে সাড়ে ৬শ। আর কারখানা বন্ধ হওয়ায় ১৩শ সদস্য কমেছে। নতুন উদ্যোক্তা আসছেন খুবই কম।
গবেষকরা বলছেন, তৈরি পোশাক শিল্প খাতে কর্মসংস্থান প্রায় শূন্যের কোঠায়। কারণ হিসেবে তারা বলছেন, প্রযুক্তিঘন বিনিয়োগে শ্রম চাহিদা কমছে। তাই তথ্য প্রযুক্তির মতো নতুন কর্মসংস্থান খাত গড়ে তোলার পরামর্শ বিশ্লেকদের।
৪০ লাখ কর্মী নিয়ে দেশের কর্মসংস্থানের সব চেয়ে বড় খাত পোশাক শিল্প। রানা প্লাজা ধসের পর কারখানাগুলো কমপ্লায়েন্স বাধ্যবাধকতায় পড়ে। নতুন কারখানা করার সময় নিরাপদ কর্মপরিবশে নিশ্চিত করতে এখন আগের চেয়ে অনেক বেশি ব্যয় হয়।
পোশাক খাতে যেসব বিনিয়োগ হচ্ছে তার বেশিরভাগ কমপ্লায়েন্স নিশ্চিত করা বা সম্প্রসারণের কারণে হচ্ছে বলে জানান উদ্যোক্তা এবং গবেষকরা।
মন্তব্য চালু নেই