সংসদে রওশন এরশাদ :

‘দেশের জনগণ ভালো আছে’

‘দেশের জনগণ ভালো আছে’ বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, ‘দশম সংসদের এক বছর পার হতে যাচ্ছে। তবে আমরা বারবার হোঁচট খাচ্ছি। আমাদের দেশে সুশাসন প্রয়োজন।’

রোববার দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ কার্যদিবসে সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এ কথা বলেন।

রওশন বলেন, ‘এ প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে হবে। মিয়ানমার বর্ডার দিয়ে ইয়াবা আসে। বর্ডার এলাকায় ইয়াবা তৈরির কারখানা হচ্ছে। এতো বেশি ড্রাগ বর্ডার দিয়ে আসছে, সেটা বন্ধ করতে হবে। ড্রাগ থেকে এ প্রজন্মকে বাঁচাতে হবে।’

‘দেশের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি’ জানিয়ে তিনি বলেন, ‘ভেজাল বিরোধী অভিযান রোজার মাসে কিছু চলেছে। এখন সেটাতে স্থবিরতা দেখা দিয়েছে। ভেজাল বন্ধ না হলে মানুষ বাঁচবে কী করে। ওষুধে ভেজাল আবার খাদ্যেও ভেজাল। এ অবস্থা থেকে দেশকে বাঁচাতে হবে।’

রওশন বলেন, ‘বাংলার জনগণের জন্য প্রয়োজন কর্মসংস্থান। বিশ্বায়নের এই যুগে সারাবিশ্ব সমানতালে এগিয়ে যাচ্ছে। রাজধানী ঢাকাকে বাঁচাতে হবে। ঢাকার বাইরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিলে ঢাকায় মানুষজন কম আসবে। ঢাকা সবচেয়ে বেশি নোংরা শহরে পরিণত হয়েছে। ৪ হাজার ৩শর মতো বস্তি আছে। সেখানে অসামাজিক কাজ হচ্ছে। প্রতিবছর ৫০ হাজার লোক কর্মসংস্থানের জন্য চলে আসছে। ঢাকার বাইরে এসব সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘এই সরকার উন্নয়নের জন্য কতোগুলো পরিকল্পনা হাতে নিয়েছে। ঢাকা ময়মনসিংহ চারলেনের রাস্তা এখনও শেষ হয়নি। ২০১০ সালে শুরু হয়ে ১৩ সালে শেষ হওয়ার কথা ছিল। কন্টেইনার সার্ভিস এতোবেশি লোড নেয়, কিছুদিনের মধ্যেই রাস্তা শেষ হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে আরো বিশেষভাবে ভাবতে হবে।’



মন্তব্য চালু নেই