দেশবিরোধী স্ট্যাটাসে ছাত্রলীগের মার খেলেন শিবিরকর্মী

ফেসবুকে বাংলাদেশ বিরোধী বক্তব্য শেয়ার দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্র ক্যাম্পাসের ভেতরে গণপিটুনীর শিকার হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়েন। তিনি ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী। তিনি নিজেকে শিবিরকর্মীও দাবি করেন।

সোমবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত শিবিরকর্মীর নাম শামীম রিফাত রাজু।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শামীম রিফাত তার ফেসবুক টাইমলাইনে নিজেকে শিবিরকর্মী হিসেবে দাবি করেছেন। ফেসবুকে তিনি ২৪ এপ্রিল কাউসার আরিফ নামে একজনের স্ট্যাটাস শেয়ার করেন। স্ট্যাটাসে দেশ বিরোধী উসকানিমূলক বিভিন্ন কথাবার্তা রয়েছে।

এতে ক্ষুব্ধ হয়ে জবি ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হাসান আহমেদ, উপ-সাহিত্য সম্পাদক জামাল উদ্দিন, নাজমুল, ফিরোজ, মাহাবুব, তন্ময়, নাসিমসহ ১০/১২ জন শামীম রিফাতকে পেটায়। শামীম বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে যায়।

এ বিষয়ে জবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, ‘শামীমের ফেসবুক স্ট্যাটাস খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়ে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে মারামারি কোনো সুরাহা নয়।’

এ বিষয়ে শামীমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।



মন্তব্য চালু নেই