পল্টনের দেয়াল ও রাস্তা ধস
দেবে যাওয়া রাস্তা রাতেই ভরাটের নির্দেশ মেয়রের

রাজধানীর পুরানা পল্টন লাইনে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ও রাস্তার একাংশ ধসে পড়ার জায়গাটি পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণের নব নির্বাচিত মেয়র সাঈদ খোকন।
সোমবার বিকেল পাঁচটার দিকে ধসে পড়া স্থানটি পরিদর্শনে যানা সাঈদ খোকন। তিনি ধসে পড়া জায়গাটির বিভিন্ন অংশ ঘুরে ফিরে দেখেন।
পরে তিনি যাওয়ার প্রাক্কালে সিটি করপোরেশনের একজন প্রকৌশলীকে নিজেই ফোন করেন এবং নির্মানাধীন ভবনটির জন্য গর্ত করা জায়গাটি রাতের মধ্যেই বালু দিয়ে ভরাটের নির্দেশ দেন। একাজে প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেয়ার পরামর্শও দেন ওই প্রকৌশলীকে।
নির্মানাধীন ১২তলা এ ভবনটির কাজ পেয়েছে ট্রপিকেল হোমস নামের একটি নির্মানাধীণ প্রতিষ্ঠান। এ বিষয়ে ডিএসসিসির প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, বিষয়টি আমাদের অজান্তেই হয়েছে। তবে এর অনুমোদন দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে ৭১ পুরানা পল্টনে লাইনে ডেভেলপার কোম্পানি ট্রপিক্যাল হোমসের একটি বহুতল ভবনের পাইলিংয়ের কাজ করার সময় ধসে পড়ে দেয়ালসহ পাশের ২০ ফুট চওড়া রাস্তাটির সিংহভাগ। এ জায়গাটিতে ১২ তলা ভবন নির্মানের জন্য ১৫ফিট গভীরতার গর্ত করা হয়েছিল। এতে পাশের ৫৩ ও ৭২ নং পুরানাপল্টন লাইনের দুটি বহুতল ভবন এবং ১ নং বিজয় নগরের আরেকটি বহুতল ভবন ঝুঁকির মধ্যে পড়েছে।
ডিএসসিসির সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় ২০ ফুট চওড়া রাস্তাটির ৭৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিএসসিসি ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানটির কাছে ক্ষতিপূরণ দাবি করবে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পাইলিংয়ের কাজ করা স্থানটিতে পানি জমে রয়েছে। ওয়সা কর্তৃপক্ষ ঘটনাস্থলে যেন আরো পানি জমতে না পারে সেজন্য বন্ধ করে দিচ্ছে স্যুয়ারেজ লাইন। পল্টন থানার বেশ কিছু সংখ্যক পুলিশও উপস্থিত আছে ঘটনাস্থলে।
রমনা থানার ওসি মোরশেদ আলম জানান, এলাকাবাসীর নিরাপত্তায় ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।
ডিএসসিসির সহকারী ইঞ্জিনিয়ার আব্দুল কাদের জানান, দুপুরে রাজউকের চেয়ারম্যান এবং চিফ ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। তবে ঘটনাস্থলে ডেভলপার কোম্পানির কাউকে পাওয়া যায়নি। এমনকি কোনো নির্মাণ শ্রমিকও সেখানে উপস্থিত ছিলেন না।
পাশের একটি ভবনের বাসিন্দা রাকিব হাসান জানান, ডেভলপার কোম্পানিটি ভবন নির্মাণের সময় পর্যাপ্ত নিরাপত্তমূলক ব্যবস্থা না নেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এর ফলে আশপাশের তিনটি ভবনও ঝুঁকির মধ্যে পড়েছে।
মন্তব্য চালু নেই