দেবের সাথে প্রেম করতে চান সোহিনী
সাহসী মেয়ে! একেবারে খোলামেলা উত্তর। কোনও লুকোচুরি খেলায় না গিয়ে টলিউডের অভিনেত্রী সোহিনী সরকার জানিয়ে দিলেন, সিনেমা করার সুযোগ পাওয়ার জন্য তিনি টালিউডের সুপারস্টার দেবের সাথে প্রেম করতে চান।
কলকাতার একটি দৈনিকে অভিনেত্রী সোহিনী সরকারের যে সাক্ষাতকার প্রকাশিত হয়েছে সেখানে এই তারকা সাফ জানিয়েছেন, দেব এখন
টলিউডের বড় নায়ক, দেবের সঙ্গে তার প্রেম হলে বাণিজ্যিক ছবিতে একটা অন্য দিগন্ত খুলে যাবে।
সোহিনী বলেছেন, “দেবের সঙ্গে প্রেম হয়ে যদি দুটো তিনটে সিনেমা হয়, তাহলে মন্দ কী!”
তবে দেবের প্রেমে পড়ার প্রশ্নে সোহিনীর প্রাথমিক প্রতিক্রিয়া ছিল সাধারণ। যেমনটা টলিউডের নায়িকারা প্রেমের প্রশ্নে সচরাচর বলে থাকেন। টালিউডের এই হার্টথ্রুব নায়ক কাম সাংসদ দীপক অধিকারী দেব এখন রক্মিনীর সঙ্গেই প্রেম করছেন। সাংবাদিক বন্ধুর সঙ্গে সম্পর্কটা এখন নেই। কয়েকদিনের মধ্যেই গুঞ্জন উঠল সোহিনী দেবের প্রেমে পড়েছেন।
শেষ পর্যন্ত এই প্রশ্নের উত্তরে সোহিনী হাসতে হাসতে বললেন, “রুক্মিণী (দেবের প্রেমিকা) শুনলে আমাকে মারবে”।
মন্তব্য চালু নেই