দেবহাটা মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
শনিবার ছিল ঐতিহাসিক ৬ ডিসেম্বর, দেবহাটা মুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা এই দিনে দেবহাটা উপজেলা পাক হানাদার মুক্ত হয়েছিলো, উড়েছিলো বিজয়ের পতাকা। পাক হানাদার মুক্ত হয়ে সমগ্র এলাকার মানুষের মুখে ফুটে উঠেছিলো আনন্দের হাসি। এই দিনে দেবহাটার মানুষ খুজে পেয়েছিল দীর্ঘদিনের যুদ্ধ বিজয়ের আনন্দ। সেই দিনটিকে স্মরন করে দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে গতকাল বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা। সকাল সাড়ে ১০ টায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি নেতৃত্বে একটি র্যালী শুরু হয়ে বাজার প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এসে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য আলহাজ্ব আব্দুল মাবুদ গাজী, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শিক্ষক ইয়াছিন আলী, দেবহাটা ইউনিয়ন কমান্ডার কাজী ইদ্রস আলী, উপজেলা কমান্ডের সদস্য গোলাম বারী, নওয়াপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শান্তিরঞ্জন কুমার প্রমুখ। সভায় সভাপতি আব্দুল গনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্মরন করে বলেন, মুক্তিযোদ্ধাদেরকে সকল ভোদাভেদ ভুলে নিজেদের অধিকার প্রতিষ্টার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের কল্যানে অনেক কাজ করছে। এছাড়া বক্তারা মহান মুক্তিযুদ্ধের সেইদিনগুলি স্মরন করে সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে সকল মুক্তিযোদ্ধাকে এককাতারে সামিল হওয়ার আহবান জানান। এছাড়া মুক্তিযোদ্ধাদের কল্যানে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপজেলার সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই