দেবহাটায় সেকায়েপ প্রকল্পের পিএমটি বুথের কার্য্যক্রম পরিদর্শন ও মতবিনিময়

দেবহাটা উপজেলা এলজিইডির সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগীতায় মাধ্যমিক পর্যায়ে উপজেলাব্যাপী চলমান সেকায়েপ প্রকল্পের পিএমটি বুথের কার্য্যক্রম বৃহষ্পতিবার দুপুর ১ টায় কর্মকর্তবৃন্দ পরিদর্শন করেন এবং অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। উপজেলার নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বুথে পরিদর্শন শেষে মতবিনিময়ে সভাপতিত্ব করেন নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুক হক বাবলু। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী ও প্রকল্পের সমন্বয়কারী আব্দুল হামিদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ। এসময় সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, দেবহাটা প্রেসক্লাবের আহবায়ক হাসান রেজা রিপন, প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইসমাঈল হোসেন, সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক সিরাজুল ইসলাম সহ সকল শিক্ষক ও অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি সংশ্লিষ্ট সকলকে স্বচ্ছতার মাধ্যমে উক্ত প্রকল্পের কাজ সঠিকভাবে করার আহবান জানান এবং যাতে এই প্রকল্পের সুফল ছাত্র-ছাত্রীরা পায় সেজন্য কাজ করার নির্দেশনা দেন। উল্লেখ্য, উপজেলার ৫টি পিএমটি বুথে গত ৫ নভেম্বর থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং চলবে আগামী ১৬ই নভেম্বর পর্যন্ত। গত ৯ নভেম্বর এই প্রকল্পের উপ প্রকল্প পরিচালক রিয়াজ আহমেদ দেবহাটার বিভিন্ন বুথের কার্য্যক্রম পরিদর্শন করেছেন। বৃহষ্পতিবার পর্যন্ত উপজেলার ৫ হাজার শিক্ষার্থী ফরম পুরন করেছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।



মন্তব্য চালু নেই