দেবহাটায় মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করনে আলোচনা সভা অনুষ্ঠিত

দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে রবিবার সকাল ১১ টায় মন্ত্রনালয়ের নির্দেশনা ও পরিপত্রের আলোকে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই ও ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্তকরনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ডেপুটি কমান্ডার শিক্ষক ইয়াছিন আলী, সাংগঠনিক কমান্ডার আব্দুল হামিদ, সহকারী দপ্তর কমান্ডার আব্দুর রউফ, নওয়াপাড়া ইউনিয়ন কমান্ডার শান্তিরঞ্জন সরকার, দেবহাটা ইউনিয়ন কমান্ডার কাজী ইদ্রিস সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দ।

সভা সূত্র জানায়, মন্ত্রনালয়ের পরিপত্র অনুযায়ী সকল ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাই বাছাইপূর্বক ভূয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দেয়ার জন্য বলা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সকল মুক্তিযোদ্ধাদেরকে তাদের স্ব স্ব তথ্য জমা দিতে বলা হয়েছে। সেই তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যাচাই বাছাই পূর্বক ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করা হবে।



মন্তব্য চালু নেই