দেবহাটা (সাতক্ষীরা) কিছু খবর :

দেবহাটায় পুলিশের অভিযানে গাজা সহ ১ জন আটক, মামলা দায়ের

দেবহাটা থানা পুলিশের অভিযানে গাজা সহ ১ জন আটক হয়েছে। আটককৃতের বিরুদ্ধে দেবহাটা থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, বুধবার সকাল ৮ টার দিকে দেবহাটা থানা এস.আই শেখ মেজবাহউদ্দীন, এএসআই মনিরুল ইসলাম ও এএসআই তপন কুমার পাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহেরা বাজার এলাকা থেকে সাতক্ষীরার পলাশপোল গ্রামের আব্দুল আজিজের ছেলে মোঃ রানা (২৫) কে আনুমানিক ৭ গ্রাম গাঁজা সহ আটক করেন। তার বিরুদ্ধে এএসআই তপন কুমার পাল বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ০২, তাং- ০৪-০২-১৫ ইং।

 

দেবহাটায় মুক্তিযোদ্ধা রাজ্জাক ও গফফারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
দেবহাটা ঘলঘলিয়া গ্রামের মৃত ধনির সরদারের ছেলে মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও একই গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে মুক্তিযোদ্ধা আব্দুল গফফার মৃত্যুবরন করেছেন (ইন্না—-রাজেউন)। মৃত্যুকালে আব্দুর রাজ্জাক স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে এবং আব্দুল গফফার স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।

আব্দুর রাজ্জাক বার্ধক্যজনিত রোগে বুধবার ভোররাত ৫ টায় এবং আব্দুল গফফার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মৃত্যুবরন করেন। তাদের উভয়কে ঘলঘলিয়া মাদ্রাসা মাঠে বুধবার দুপুর ১২ টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে বাদ যোহর নামাযে জানাযার পরে স্ব স্ব পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উভয়কে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন দেবহাটা থানার এএসআই মাঈনুল ইসলামের নেতৃত্বে একদল চৌকস পুলিশ ফোর্স।

এসময় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, সাংবাদিক জি.এম আব্বাসউদ্দীন সহ বিভিন্ন মুক্তিযোদ্ধাবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

দেবহাটায় বিজিবির অভিযানে মোটর সাইকেল, ফেন্সিডিল ও মদ সহ ২ জন আটক
দেবহাটা উপজেলার ভাতশালা বিওপির সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে গত মঙ্গলবার রাতে পারুলিয়া বাজার এলাকা ভারতীয় ১ টি আর এক্স মোটর সাইকেল, ২৮ বোতল ফেন্সিডিল এবং ০১ বোতল মদ সহ সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর গ্রামের কাশেম মোড়লের ছেলে মোস্তাফিজুর রহমান (২২) ও একই উপজেলার কানাইদিয়া গ্রামের আলহাজ্ব আজিয়ার রহমানের ছেলে শেখ সাদ্দাম হোসেন (২৫) কে আটক করেছে।

আটককৃতদের বিরুদ্ধে সুবেদার রফিকুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ০১, তাং- ০৩-০২-১৫ ইং। আটককৃত মালামালের মোট মূল্য ৯২ হাজার ৭০০ টাকা বলে বিজিবি জানায়।

 

দেবহাটায় ভিজিডি কার্ড দিয়ে টাকা নেয়ার অভিযোগে মহিলা ইউপি সদস্য সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের
দেবহাটায় ভিজিডি কার্ড দিয়ে টাকা নেয়ার অভিযোগে মহিলা ইউপি সদস্য সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন্নাহার। মামলা নং- ০৩, তাং- ০৪-০২-১৫ ইং।

এজাহার ও সূত্র মতে জানা যায়, গত ০৩-০২-১৫ ইং তারিখ মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার সখিপুর ইউনিয়নে ভিজিডি কার্ডের চাল দেয়ার সময় উপজেলার সখিপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্যা রহিমা খাতুন, ঐ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদেরের ভাই হাসান ও সখিপুর গ্রামের মাদার গাজীর ছেলে গ্রাম পুলিশ আজহারুল ইসলাম ভিজিডি কার্ড দেওয়ার নাম করে অসহায় ও দুঃস্থ মানুষদের নিকট থেকে অবৈধভাবে টাকা আদায় করছিলেন।

এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা ঘটনাস্থলে অভিযোগে সত্যতা পেয়ে পুলিশকে মহিলা ইউপি সদস্য সহ ৩ জনকে আটক করার নির্দেশ দিলে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই শেখ মেজবাহউদ্দীন তাদেরকে আটক করেন। এ ঘটনা উল্লেখ করে মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন্নাহার তাদের বিরুদ্দে মামলাটি দায়ের করেন।



মন্তব্য চালু নেই