দেবহাটায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ২০১৫ আয়োজনের প্রস্তুতি সভা

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ২০১৫ আয়োজনের প্রস্তুতি সভা বৃহষ্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন্নাহার, উপজেলা আঃলেিগর যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা অসিত বরন বিশ্বাস, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা প্রমুখ।

সভায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ২০১৫ আয়োজনে বিস্তারিত আলোচনা করা হয়। এর আসে একই স্থানে আগামী ৮ সেপ্টেম্বর আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালনে এক সভা অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই