দেবহাটায় এসএসসি পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্নভাবে সম্পন্ন : উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর কেন্দ্র পরিদর্শন

দেবহাটা উপজেলার এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা কেন্দ্র ও ভেন্যু মিলে মোট ৭টি স্থানে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে যাতে অনুষ্ঠিত হয় তার জন্য সকল ব্যবস্থা ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
পরীক্ষার্থীরা যাথে নির্বিঘেœ পরীক্ষা দিতে পারে তার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যবৃন্দ মোতায়েন রয়েছে। এছাড়া বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত প্রথম দিনের পলীক্ষা কেন্দ্রগুলি দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম তরিকুল ইসলাম পরিদর্শন করেছেন। পরিদর্শন পরবর্তী ইউএনও জানান, পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনষ্ঠিত হচ্ছে, কোন সমস্যা নেই। তিনি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না বলে উল্লেখ করেন।

প্রত্যেক কেন্দ্রে ১ জন করে কর্মকর্তা ও ২ জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষায় কেউ কোন অবহেলা করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।



মন্তব্য চালু নেই