দেবহাটার নাজিরের ঘের গ্রামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ ॥ থানায় জিডি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার নাজিরের ঘের গ্রামের আব্দুস সামাদের বড় ছেলে মাদ্রাসা ছাত্র আব্দুল আহাদ (১৪) নিখোঁজ হয়েছে।  গত ২৩-১০-১৪ ইং তারিখ থেকে আহাদ নিখোঁজ থাকলেও এ পর্যন্ত অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে আহাদের পিতা আব্দুস সামাদ সাতক্ষীরা সদর থানায় সাধারন ডাইরী করেছেন। যার নং- ৮৫৬। তাং- ২৪-১০-১৪ ইং। ছেলেকে হারিয়ে তার পিতা মাতা পাগল হওয়ার উপক্রম হয়েছে। জানা গেছে, আব্দুল আহাদ সাতক্ষীরা সদর উপজেলার ভাড়–খালী মাহমুদপুর গ্রামের আকবর সরদারের বাড়িতে প্রতিষ্ঠিত ভাড়–খালী (মাহমুদপুর) মতিউল্লাহ হাফিজিয়া মাদ্রাসায় দীর্ঘ কয়েক বছর যাবৎ হেফজ পড়ছিল। গত ২৩-১০-১৪ ইং তারিখ ভোররাতে ফজর নামাযের আগে মাদ্রাসার কাউকে কিছু না জানিয়ে আহাদ নিখোঁজ হয়। পরে তাকে না পেয়ে মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল কাফি মোবাইলের মাধ্যমে আব্দুস সামাদকে জানান। পরে সামাদ সহ তার পরিবারের লোকজন আহাদকে অনেক খোজাখুজি করেন। আহাদের পিতা আব্দুস সামাদ জানান, তার দুটি ছেলের মধ্যে আহাদ বড়। ছেলে নিখোজ সংবাদ জেনে তিনি সাতক্ষীরার বিভিন্ন এলাকায় খোজখবর করেছেন। কিন্তু কোন সন্ধান পাননি। তিনি বলেন, তার ছেলের গায়ের রং শ্যামলা ও মুখমন্ডল গোলাকার। সে নিখোজ হওয়ার সময় গায়ে গোলাপী রংয়ের পাঞ্জাবি ও চেকের লুঙ্গি পরা ছিল। এছাড়া তার ছেলের কাছে ০১৭৪৪-১২১৫৪০ ও ০১৮৬৪-৩১৭০৬৫ নম্বরের মোবাইল ফোন আছে। বর্তমানে ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি যদি কোন সহ্নদয়বান ব্যক্তি তার ছেলের সন্ধান পান তাহলে তার মোবাইল ০১৭২৭-০০৯১০৫ ও ০১৯২১-১০৩৪৪১ নাম্বার ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। সন্ধানদাতাকে উপযুক্ত পুরষ্কার প্রদান করা হবে বলে তিনি জানান।



মন্তব্য চালু নেই