বিমানবন্দরে স্বর্ণের বেল্ট ও মোবাইলের ব্যাটারি উদ্ধার
দেখে মনে হবে খুবই নিরীহ, আল্লাহর শোকর বান্দা, কিন্তু…..

দেখে মনে হয় খুবই নিরীহ, কারও সাতে পাঁচে থাকেন না, আল্লাহর শোকর গুজরান করে দিনাতিপাত করেন। একজন বললেন, বাবা আমি মালয়েশিয়ায় যাই ঐখানে থাকা প্রবাসীদের কাছ থেকে সাহায্যের আশায় দুই নাম্বারি কিছু করিনা। আরেকজন বললেন আমি এখানে ছোটখাট ব্যবসা করি, দুই মেয়েকে নিয়ে নির্ভেজাল জীবনযাপন করি, নিয়ম বহির্ভূত ভাবে কিছু আনা- নেওয়া করিনা। তারপর……প্রথম জনের শরীর তল্লাশি করে পাঞ্জাবির সাথে পড়া প্যান্টের বেল্টের ভিতর পাওয়া গেলো ১০০ গ্রামের দুইটি বার, ১০০ গ্রামের একটি মোটা শেকল এবং মোবাইলের ব্যাটারির জায়গায় ১০০ গ্রামের আরও একটি বার।
দ্বিতীয়জনের ব্যাগে ৮৩ কার্টন BLACK সিগারেট আর ১০০টি দামি উড়না, আমাদের চাঁদনী চকে যার প্রতিটি হাজার টাকার উপরে করে বিক্রি হয়। তারপর আর কী…?? জীবনে প্রথম, মাফ করে দেন এ ধরণের কথাবার্তার শুরু। আটককৃত স্বর্ণ ও মালামাল সমূহের আনুমানিক মূল্য ৩০,০০,০০০/- টাকা।
বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুই যাত্রীকেও আটক করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।






















মন্তব্য চালু নেই