দেখে নিন, নুহ (আ.)-এর সেই নৌকাসহ ইসলামের ইতিহাসের ৯টি বিরল ছবি

পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম (আ)’কে পৃথিবীর কোন স্থানে মহান আল্লাহ তায়ালা নামিয়ে দিয়েছিলেন সেটা কি জানেন? শ্রীলঙ্কা অবস্থিত সেই পাহড়ের ছবি এবং হযরত নুহ (আ) এর সেই ঐতিহাসিক নৌকা, মা হালিমার বাড়ি, মূসা (আ) এর করব সহ ইসলামের বেশ কিছু দূর্লব ছবি শুধুমাত্র আওয়ার নিউজের পাঠকদের জন্য দেয়া হলো-

index44

ঐতিহাসিকদের মতে, এটিই নূহ (আ:) এর সেই নৌকার অংশ।


index34

এই সেই ঐতিহাসিক স্থান যেখানে তুফান ই নূহ শুরু হয়েছিলো।ঐ তুফানে কাফিররা ধ্বংস হয়ে যায়।আল্লাহর অশেষ কুদরতে নূহ (আ:) সেই ঐতিহাসিক নৌকার মাধমে বেচে যান।


2

হযরত আদম (আ:) এর পর প্রথম যিনি নবী হয়ে এসেছিলেন তার নাম হযরত ইউসি।এটি তার কবর।এটি জর্ডানে অবস্থিত।


5

এটি বিবি আমেনা (রা.)-এর কবর


6

ইসরাইলে অবস্থিত হযরত দাউদ (আ:) এর কবর


7

এটি হযরত মুসা (আ:) এর কবর


8

মা হাওয়ার কবর এটি।মা হাওয়ার কবরটি জেদ্দায় অবস্থিত


9

জর্ডানে অবস্থিত এই কবরটিই পৃথিবীর প্রথম কবর।কারন এটি হযরত আদম (আ:) এর পুত্র আবিলের কবর।


65

এটি হযরত হালিমা (রা:) এর বাড়ী




মন্তব্য চালু নেই