দেখে নিন, এক নজরে ময়মনসিংহ বিভাগ
প্রতিষ্ঠা: ১৪ সেপ্টেম্বর ২০১৫
আয়তন: ১০,৬৬৮ বর্গ কিলোমিটার বা ৪১১৬ বর্গমাইল
জেলার সংখ্যা: ৪টি
সীমান্তবর্তী জেলা: ৪টি
উপজেলার সংখ্যা: ৩৫টি
থানার সংখ্যা: ৩৭টি
পৌরসভা: ২৬টি
ইউনিয়ন: ৩৫২টি
গ্রাম: ৭০৩০টি
জনসংখ্যা: ১,১৪,২৭,৭৬৫ জন
পুরুষ: ৫৬,৭২,৫৩৭ জন
নারী: ৫৭,৫৫,২২৮ জন
জনসংখ্যা বৃদ্ধির হার: ০.৯৬%
জনসংখ্যার ঘনত্ব: ১০১০ জন প্রতিবর্গ কি:মি:
সাক্ষরতার হার: ৩৯.৮%
সংসদীয় আসন: ২৪টি
আয়তনে সবচেয়ে বড় জেলা: ময়মনসিংহ (৪,৩৯৪.৫৭ বর্গ কি:মি:)
আয়তনে সবচেয়ে ছোট জেলা: শেরপুর (১,৩৬৪.৬৭ বর্গ কি:মি:)
মন্তব্য চালু নেই