দেখুন পার্টিতে সানি লিওনের আকর্ষণীয় রূপটি (ভিডিও)
তারকাদের নিয়ে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। আর তা যদি হয় বলিউডের এসময়ের ক্রেজ সানি লিওন তবে তো কথাই নেই। রূপালি পর্দায় এই তারকার উপস্থিতি থেকে ব্যক্তিগত জীবন সব কিছুতেই যেন সানি সমান আকর্ষণীয়।
খুব সম্প্রতি এই তারকা উপস্থিত হন যুম টিভি চ্যানেলের ১০ বছর পূর্তিতে। আর যথারীতি এই অনুষ্ঠানে মুল আকর্ষণ ছিলেন সানি। কি নিশ্চয়ই দেখতে ইচ্ছে করছে সেই দিনটিতে কেমন দেখতে লাগছিলো এই প্রিয় নায়িকাকে। তবে চলুন দেখে নিই যুম টিভি চ্যানেলের ১০ বছর পূর্তিতে কেমন দেখাচ্ছিল সানি লিওনকে।
সানি লিওনের সঙ্গে যুম টিভির একটি এক্সক্লুসিভ ভিডিও দেখুন
মন্তব্য চালু নেই